হে তাপস, তুমি করো তপ
শান্ত তপোবনে।
সপিছো নিজ ভূত, ভবিতব্য
তাঁহার চরণে।
আমি করি প্রতিক্ষা বিনিদ্র চিত্তে
শুধু মোর প্রিয়ার দর্শনের নিমিত্তে।
তুমি করো কৃচ্ছসাধন,
আমার রহিছে বিরহযাপন
তোমায় সেবিছে তাপসী
মোর পতী বনবাসী
তোমার পর্ণকূটির স্বর্গসুখে তৃপ্ত
আমি মোর রাজপ্রাসাদের বিরাগী ভৃত্য
হয়তো তুমি অর্জিবে সিদ্ধি,
শতযোজন দূরে ছড়াইবে তোমার খ্যাতি
পরন্তু মোর পতী যখন আসিবে মোর কাছে
তখন কি রহিবে মোর যৌবন অস্থি
কি ভেদ তোমার সাধনা, আমার প্রতীক্ষায়
তবু তুমি মহান,আমি সাধারণ বলে বিধাতায়
তোমার বহুবিবাহ জগতে মাফ
পরকীয়াও মোর কাছে পাপ।
তাই তুমি সর্বদাই পূর্ণ,
আমি শুধুই শূন্য আর শূন্য।।