হে মোর প্রিয়, তুমি বাহুবলী
যুদ্ধাস্ত চালনায় কুশলী।
কুলশীলজাত বীরপুরুষ।।
তব হস্তে হইয়াছিল বধ মোর ভ্রাতা
দেখিনু একাকী রোদনে,
দাক্ষিণ্য প্রকাশিল তবো মাতা
বিবাহ করিয়াছিলে মোরে
মাতৃআঙ্গা পালনের নিমিত্ত।
সপিছিনু মোর সর্বস্ব তব চরণে
যাহা ছিল মোর স্বল্প,সীমিত
মোর পর্ণকূটির ছিল স্বর্গসুখে পরিপূর্ণ
ছিলে তুমি, ছিলো মোর বাছা
আমি হইয়াছিলাম সম্পূর্ণ।।
অকস্মাৎ তুমি চলিয়া গেলে
পালনের লাগি তবো রাজধর্ম
মোর সর্বসুখ স্তিমিত অস্তাচলে
জিতিলে তুমি বহু যুদ্ধ
কতো শত্রুরে করিলে চূর্ণ
আমি শুধু ভাবিনু
কবে আবার হইবো পূর্ণ
এখন তুমি রাজপ্রাসাদের অধিপতি
পাশে তবো ভগিনী পাঞ্চালী
আমার সেই প্রাচীন পর্ণকুটির
শুধু খালি আর খালি।।
নিজ ভ্রাতার সহিত বিবাদের তড়ে
চড়াইলে বলি মোর বাছারে
ছিনিলে মোর একমাত্র সম্বল
ভাবিনু বসিয়া একাকী
কি পাইলাম অবশেষে
ভজিয়া তবো চরণকমল।।