আপনি দেখতে পাচ্ছেন গোধূলি ?


                     -অতনু নন্দী


অপরাজিতার নরম পাতা মনে হয়েছিলো
আপনাকে একদিন,  
যেখানে  বিশ্বাসের একটা নিজস্ব ছায়া
দেখেছিলাম আমরা সকলে ।


দীর্ঘ অবসাদ যাপনের শেষে
রৌদ্রক্লান্ত মানুষ, রত্নগর্ভার সিংহাসন তুলে দিয়েছিল আপনার করতলে ।


সকালের নরম রোদে  বুলবুলি গান শুনে
কেটেছে বছরের পর বছর....!


পাওনার খাতায় ,
ঝুলন্ত বাদুড়ের মতো কখনো  তরুণীর দেহ ঝুলেছে গাছে।
কখনো ,
পুণ্যতোয়া গঙ্গার  জলে এম এ পাস তরুণ ভাসিয়ে দিযে়ছে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সন্মাননা পত্র ।


আবার কখনো অনাহারে মৃতদের অস্থিসার মিলেছে পদ্ম পুকুরে ।


স্বপ্নেরা দিনের পর দিন  স্পর্শ করে
গেছে বলিরেখা...!


অবশেষে কসাই এর মহল্লায় শেষ হলো
অলীক চাঁদের উপাখ্যান ,


কারা যেন রাতের অন্ধকারে চুপিসারে
স্লোগান দিচ্ছে ,
জঙ্গলে শের হওয়া যায়,
কিন্তু মানুষের আদালতে
ঠিকেদার বসে থাকে করাত হাতে  ।