তোমার চিবুক থেকে ঔদ্ধত্য নেমে গেলে
তুমি জানোই না
'আলোর বেনু 'র লহরী তে মাতলো ভুবন বলে মনে হতো তোমাকে  |


আমার কাছে থাকতে থাকতে দেখেছো
মাঝে মধ্যেই আমি জ্বলন্ত কাঠ হয়ে উঠি
দোদুল্যমান পৃথিবীর মানচিত্র সহ্য করতে না পেরে |


তুমি কি খুঁজে পেয়েছো, তোমার অপ্রকাশিত নোবেলের শেষ অংশ?
তোমার খুঁজে পাওয়ার সরলরেখায় যেটি
প্রকট ছিলো
একটি শিশু র হাত,
পেয়েছো?
আমার মোটা চালের আরাধনায় আজও
কেঁপে ওঠে
কোনো এক মায়ের ধর্মীয় উপবাস!