১।বুক


মনুষ্য জীবনের প্রথম অমৃতের ভান্ডার , কামমত্ত নেকড়েদের কাছে সুউচ্চ দুটি টিলা!


২। মুঠোফোন


যান্ত্রিকতার ভাইরাস , পুড়িয়ে চলছে আমাদের অবিরত ..


৩।দেহজ প্রেম


সকালের চিকন রোদ , বেলা গড়ালেই  অন্ধকার ।


৪।মেয়েবেলা

পূর্ণিমার চাঁদ খাবে বলে আগুন নিয়ে
ছুটে আসে অক্টোপাস ।


৫।দেশ


এত রক্ত কেন ? এসো ভাই  হাতে হাত রাখি ।


৬। ফ্ল্যাট


কান্নার ও লোক মেলে না ।


৭।অসুখ


সুখ নামের পাখিটা উড়ে গেছে আজ!


-অতনু নন্দী