যুবতী ওড়না
       -অতনু নন্দী


পরাজিত রোদ্দুর মেখে, পাখি রঙ বিকালে
  এসে দাঁড়াই তোর সামনে


    আবীর আলোয় তোর শরীরেও    
           মোমবাতির গলন  


নীল ওড়না , উড়িয়ে দিই
  গোধূলির বুকে
চুলের ছায়ায়
পড়ন্ত বিকালের অনুরাগ ,


তরল আগুনে প্রকট হয়ে ওঠে
  আমার মুদ্রাদোষ ।


শরীর হতে শরীরের আলপথ
ভেসে যায় লাজুক রোদের নীচে ...


পরাজিত রোদ্দুর মেখে
    আমি এসে দাঁড়িয়েছিলাম ,
        একটা ঘুমপাড়ানি হাত আমায়
      ছুঁয়ে যাবে বলে ...


            অথচ খড়কুটোর মতো আমাকে
ভাসিয়ে নিয়ে গেলো এক যুবতী ওড়না