॥তৃণমুখী সভ্যতায়॥
              -অ ত নু ন ন্দী


মধ্যরাত পেরোলে
চাঁদ খেলে বেড়ায় নবাবী অভিসারে


ময়ূরী পেখম খাঁজে খাঁজে তখন  উষ্ণতা খুঁজে চলে
চিত্রকলায় ভরে ওঠে শূন্যগর্ভ!


জলমগ্ন পৃথিবীতে কামমক্ত জোনাকি ;
চারিদিকে দাবানল
পুং লিঙ্গ অশ্ব
বুক পুড়ে যায়
নাভি থেকে মাথা খসে পড়ে তীব্র যন্ত্রণায়


হে প্রবীণ অবকাশ
চল ফিরে যাই তৃণমুখী সভ্যতায়।