যেদিন আমাদের বিচ্ছেদ হয়েছিল,
সেদিন থেকেই শরীরে নেমে এসেছে সুগন্ধী অসুখ
শহরের বাতিস্তম্ভগুলিকেও নিস্তেজ হয়ে যেতে দেখেছি একে একে ।


দ্বীপ থেকে দ্বীপান্তরে আগে আমরা কাটিয়েছি মিলনান্ত নীলে সুগন্ধী শীত ঘুম
ঠোঁটের দূরত্ব যেখানে মিলে
যেতো এক সরলরেখায় ।


দিনগত ঋণ পেরিয়ে এসেছে বর্ষারানী।   ছাদের উপর বৃষ্টি মেখেছি দুজনে, সে যেন নদীর মতো , সান্নিধ্যর মহামিলন ।


একদিন নিভে এলো সব আলো  
উপবনে পাখিরা গেয়ে যায়
পাতা ঝরানোর গান ।


তোমার মানচিত্রে আমি নেই কোথাও ,
দেখি না আর লাবন্য মাখা ভোর,  
দিগন্ত পেরিয়ে অমরতা সখ্য করে নেবে
একদিন,  সেই মহাজাগতিক
ক্লাইমেক্স এর অপেক্ষায় ...