বর্ষার এ কদম তোমায় দিলাম
রেখো খুব যতনে,
যেখানে রেখেছো মোরে
যে হৃদয় গহীনে।


কী দারুণ ঝরছে!
টিপটিপ পড়ছে,
এসো ছুঁয়ে দেখো!
আমাকেই যেন ছুঁবে!


এসো হাত ধরো,
চল ভিজি বৃষ্টিতে!
মন গহীনে ছবি আঁকি
কী মায়া ঐ দৃষ্টিতে!


কেউ হোক হাত ধরার,
পাশাপাশি হেঁটে চলার।
বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে
দূর বহুদূর হারা বার!


সে  আসুক,
বৃষ্টি ঝরে পড়ুক ;
তপ্তমন শীতল করুক!