ফিরে এসো নীলাঞ্জনা
ফিরে এসো আমার বুকে!
ফিরে এসো ঘোর অমানিশায়
পূর্ণিমার চাঁদ হয়ে!  


ফিরে এসো গুরুতর
ব্যথার উপশম হয়ে!
তোমাতে বুদ হয়ে রব
বিনিদ্র রজনী
ভোর হবে নিমেষে!


বৃষ্টি হয়ে এসো
একটুখানি ঝরে
দুঃখ সরিয়ে
একটু ভালোবেসো!

এসো ভেজাও,
ভিজো!
শীতল হোক
উষ্ণ দেহ
নীলাম্বরিতে সেজো!