আজ থেকে বহু  বছর পর যখন হঠাৎ আমাদের দেখা হয়ে যাবে।
তখন কি তুমি তড়িঘড়ি করে মুখ লুকোবে আঁচলে?
সেই প্রথম দেখায় বুকে যেমন বিজলি চমকাতো!
তখনও কি এমন সুখানুভূতিরা তোমার হৃদয়ে স্থান পাবে?

রাস্তায়, স্কুল গেটে, গলির মোড়ে আকস্মিক দেখা হবার
পর এখনও কি তুমি স্মিত হেসে ধীর পায়ে এগুবে
আর ফিরে ফিরে তাকাবে?


অনেক দিন দেখা হয়নি, কথা হয়নি
পরিচিত ঠিকানায়  খুঁজে খুঁজে হন্যে হয়ে বাড়ি ফিরবে।
দেখা না হওয়ার তীব্র উন্মাদনায় ডানাকাটা পাখির মতো কি ছটফট ছটফট করবে?


লুকোচুরির ইতি টেনে আমাদের আলাপ হবার পরে
সেদিনের সেই কফিশপে অনতিদূরে বসা প্রেমিকজুটির খুনসুটি কি তোমাকে পীড়া দিবে?
ফেরার পথে হুড তোলা রিকশা চেপে
কোনো কপোত-কপোতীর শহরের লাল-নীল আলোভেদী অদম্য যাত্রার দৃশ্যে কি তোমার অন্তর্দাহ হবে?


বাড়ি ফেরার পর মনটা ভীষণ খারাপ হয় যাবে।
তীব্র মনোবাসনা প্রকাশ করতে না পারায় নিজের উপর নিজে  রাগ হবে।
আকস্মিক সেল ফোনের স্ক্রিনে তোমার নাম দেখে অবাক হয়ে জিজ্ঞেস করব এখনও ঘুমাওনি তুমি?


আমার কথার উত্তর না করে রাগান্বিত হয়ে জানতে চাইবে
আমরা কি পারতাম না হুড তোলা রিকশায় পাশাপাশি বসে শহরের নিয়ন আলো দেখতে?


১১জুলাই ২০২২খ্রি.
নিকেতন, সুন্দরগঞ্জ!