ভালোবাসায় প্রতিদান আশা করতে নেই!
যেখানে প্রতিদান থাকে সে ভালোবাসা অপ্রকৃত।
এই যে ধরুন আপনি তার কাছে প্রত্যাশা করলেন,
সে ফোন করবে, আসবে এবং আপনাদের সাক্ষাৎ হবে।
সে আসলো না , সাক্ষাৎ হলো না এমকি সে আপনাকে ফোনও করলো না!


আপনার প্রতি তার কর্তব্যে অবহেলা চোখে পড়েই আপনি অভিমানী হয়ে উঠলেন।
একটা সময় এই অভিমানের ব্যপকতায় আপনি বিষণ্ণ হবেন।
কারণ প্রত্যাশা আর প্রাপ্তির গড়মিলই মানুষ অসুখী হয়!


ভালোবাসায় প্রতিদান আশা করতে নেই!
সম্ভব হলে স্বার্থহীন ভালোবেসে যান।
সে আপনাকে ফিরালেও আপনি তাকে না ফিরিয়ে বরং আরও যত্নশীল হোন।
দেখবেন ভালোবাসা বেড়ে গেছে বহুগুণ!


ভালোবাসায় প্রতিদান আশা করতে নেই!
যে আপনাকে সত্যি ভালোবাসবে সে চাইলেও আপনাকে ইগনোর করতে পারবে না!
কারণ প্রকৃত প্রেমে পরস্পর দায়িত্ববান হয়ে থাকে।
আর কর্তব্যজ্ঞানহীনকে আর কতদিনই বা আপনি শেখাবেন।


ভালোবাসায় প্রতিদান আশা করতে নেই!
এই যে ধরুন ইনবক্সে মেসেজ করেছেন।
অপেক্ষা করছেন রিপ্লাই আসবে কিন্তু আসছে না
একটু দেরি হতেই আপনি অভিমানী হয়ে গেলেন!
দীর্ঘক্ষণ পর বুঝলেন সে জরুরি কাজে ব্যস্ত ছিল!


অভিমান জমে ভালোবাসা কমে যায় এমন কিছু না করাই শ্রেয়।
যত্নশীল, দায়িত্বশীল হলে ভালোবাসা টিকে যাবে বহুদিন!


সময় : তেইশে জুলাই, দুইহাজার বাইশ।