তবু মন কাঁদে
  আতিফ আসলাম।

চোখের জলে,
                  কিনিলাম হৃদয়
মহা সাগরের জল আজ চোখের কোণে।

গঙ্গজল বয়ে,
                হ্রদ হয়ে ফিরে আসে মোর দেহে
দহিত প্রানের অসার আলিঙ্গনে।

দাহ করিয়া,
               মোর দেহ ও মন
সুখ বয়ে বেড়াও ডানা মেলে।

আমি আজও,
                 বয়ে চলি হৃদয় ভরা বোঝা
দহিত দন্ডিত হৃদয়ের অন্ত দহনে।

তবু মন কাঁদে,
                হৃদয় উজার করিয়া
দক্ষীণের জানালা খোলে।

নষ্ট বাক্য:- রথের স্বপ্ন।