তরীর তরুনি
            আতিফ আসলাম


পারাপারের নেই যে বাঁধা তরীর নেই মাঝি,
কি করিয়া যাব ওপার বল না আমায় শখি,
বন্ধু আমার ঐ পাড়েতে ছোট্ট কুটির ঘরে;
মন বলে যে দেখব তারে শত জনম ধরে।


মায়ে বলে শুন পরী জাতের কি বালাই নাই,
বংশ যে তর হরিহুরি কেমন করে সয়?
বাপ জানলে তর বেজায় রেগে মারবে পিঠে ঘাত,
ফিরে আয় তুই,করিসনে ছল জাতের কসম খা।


পরী বলে শুন তবে মা জাতের কি হবে?
মন যে আমার ওপারে তে ছোট্ট কুটির ঘরে,
বন্ধু আমার বাঁজায় বাঁশি নাম ধরিয়া আমার,
কেমন করে রই বল মা বন্ধুর সঙ্গ ছাড়া?


মায়ে বলে ঐ মুখপুরি জন্ম কি মোর বৃথা
কলঙ্ক  মোর গায়ে মেখে করলি একি খেলা?
আয় পরী তর খোঁপায় দেব বকুল ফুলের মালা।
ঐ দেখনা ফুলের মেলা ডাকছে তরে আয়,
যাসনে পরী,মায়ে ডাকে পিছন ফিরে আয়।