নববধূ
           আতিফ আসলাম।


দুয়ারে দাঁড়িয়ে ডাকছে ঐ;
রেশমি চুড়ি হাতে।
কপালে তার লাল তিঁলক,
চোখে কাজল জল।
বেনীতে তাহার গান্ধাফুলে ভরা
খোঁপার ভাঁজে জুঁই।


নাকে'তে তার নোলক ঝুলানো,
গলায় সোনার মোহর।
লাল পাড়ের শাড়ি অংগে পড়িয়া
ঘোমটা টানিয়া বধূ।
আলতা পায়ে নূপুর বাঁধিয়া,
চলিল ধীর ধীরে।
স্বপ্ন যে তার অসীম হলো
যাচ্ছে স্বামীর ঘরে।


সোহাগে ভরা আদরের বোন,
চলে হেঁটে হেঁটে।
তাই দেখিয়া ভাইয়েরা কাঁদে;
চোখের জল ছেড়ে।
জন্ম যে তার পিতার গৃহে
মরন শ্বশুড়ালয়ে।