আলোর মিছিল।
                 আতিফ আসলাম।


মধ্যরাতের জোনাকি আলোয় দেখি তোমায়,
শুভ্র সাদা মেঘের ভেলায় ভাঁসতে দেখি তোমায়,
ঝিঁঝিপোকার রঙিণ ডানায়া আলো হাতে দেখি তোমায়,
তুমি কি সেই জন, যে আছো মোর অন্তর জুড়ে
কলমিলতার মতো বাড়ন্ত ডগার ন্যায়।
কাঁশবনের ঐ আঁচল ঘেরা ভরা পূর্ণিমায়
দেখি তোমায়,
সাদা পালকের মতো দুলে দুলে নাচো জোৎস্নার আলোয়।
তুমি কি সেই, যে আমার মনের কুটিরে ঘর করে আছো।
ভরা পূর্ণিমায় থৈ থৈ নদীর জলে টেঁউ খেলা
কোমল জল রাশি তুমি।
শীতল করে যাও পথিকের মন আনন্দে,
আমাকে দিবে কি ঠাঁই এই ভরা পূর্ণিমায়।
আমি বিবাগী আমি বৈরাগী
আমি পথ চেয়ে আছি হে সখা,
তোমায় মালা পরব বলে এই পূর্ণিমায়।