মন দুয়ারী।


            -আতিফ আসলাম।


"মন দুয়ারী, আর যেওনা,
ঐ নীলগিরির বনে,জানিতে কইব কথা


নীল নয়নের বাণে।
ছল ছল নয়ন,সুরমা হরনি


লুটিয়ে গেল,আমার প্রান মন
কইব কথা,নিশিকুঞ্জে।


নয়ন পাতে রেখ আমায়।
কোথাও হতে আসিবে কুঁহু


ডাকিবে সেথা,নীলাকুঞ্জে
মেঘপুরী ডাকে,মন দুয়ারী!


মেঘ ঘুম ঘুম চাতক নামিয়া,
হরষে মন আমার নিলো যে কারিয়া


সঙী হতে - জগতে আসিয়া,
দুই মেরুতে মোরা বাস করি।


মন দুয়ারী!আর যেওনা,
মনের বনে নিশিকুঞ্জে।


কহিব কথা মনের হরষে,
রাত জাগা পাখীর নয়ন পাতে।


কোথায়ও হতে বেলী আনিয়া,
পরাবো তোমার এলোচুলে।


আকাশ বেধিয়া চন্দন এনে,
মাখবো তোমার কোমল দেহে।


কোথায়ও হতে পথিক আসিয়া,
মন কারিল ঐ চোখে।


মন দুয়ারী! আর যেওনা,
মনের বনে নিশিকুঞ্জে।