কবিতা
গৃহ
         আতিফ আসলাম।


মোর গৃহ খানি বাঁধিয়াছি,
   আমি যতন করিয়া,
কত স্বপ্ন সাঁজিয়ে ;
          রাখিয়াছি আলত মাখিয়া।
ভাবিনু,এমন করিয়া ;
লুঠে লইবে লুঠ প্রহরীর দল।
তয়,কি আর বাঁধন বিহীন ;
           সূঁতোয় রাখিতাম তারে।
ঘরে মোর শূণ্য কাঠি,
       পরে রহিল আজই,
শপ্ত সুরে, সুর লহিয়া;
      নিদি আসিল আজই।
পাহাড়ের চূঁড়ায় শূণ্য ঘর,
     মোর ভরিয়া উঠিল আজ
নিদির হাতে পাপিয়ার ঘ্রাণ,
          ছড়ায় পবন জুড়ে।
মোর গৃহ আজ ভরিয়া,
       উঠিল নূপুরের তালে।
পূর্ণ কি অপূর্ণ রবে,
  তোমার আসিবার তরে।