কি এমন দূঃখ তোমার বয়ে বেঁড়াও বুকে,
মনে পড়ে কি ফাল্গুুনের প্রথম দিনের কথা?
কত না ফুলের রঙ দেখেছি কত না পাখীর গান শুনেছি,
মনে পড়ে কি তোমার?
কত কাল কত সময় পার করেছি,ভূলে গেলে সবই।


ভোরের উদিত সূর্য্যের গায়ে নাম লিখেছি তোমার,
সূর্য্যাদয়ের সময় ও খুঁজি।
খুঁজি সারা দিন পাইনি তোমার দেখা!
কোথায় হারালে?  
আসবে না, আমি নমিতা বসে আছি,
সাঁঝের বেলায় তোমার পথ চেয়ে।


মনে পড়ে সেই নীলখামের কথা,
কত না যত্নে পরম ভালোবাসায় লিখা কাব্য কথা।
হারানো বেদনা কত যে মধুর,
বুক ছিঁড়ে যায় মধুর বাণে;
তবু ও আমি সয়ে রয়ে যাই,সাঁঝের বেলায়;
বুক ভরা আশার চাদর মুড়িয়ে।