প্রেম!এক অচিন পাখী
এই নিখিল ধরাতে,
আষাঢ়েরই ঢলের বাণে
চলছে গড়িয়ে।


প্রেম!এক সূর্য্য ডোবা পরন্ত বিকেল
সর্ষের ফুলে লালচে আভার ক্লেশ।
ফুটবে কি আর নিশিকান্তের ফুল
আমি চাইয়া দেখি প্রিয়তমার মরমে।


প্রেম!কি এক রুপার পালক
উড়ছে বনের ছায়াতে।
মন হারিয়ে সাত সওদাগর
খুঁজে ফিরে আনমনে।


প্রেম!কি তবু হারানো সুর
বিনা তারের খঞ্জনী।
সূতায় গাথা নকশীকাঁথা
হৃদয় মনের সূতোয়ে।