শেষ চাইনা এই জীবন গল্পের
উদ্যানে ফু্ঁটে উঠুক নতুন প্রভাতের টেঁউ,
তুমি এই হৃদয়ের- চারুলতা।
তোমাকেই ভাবি প্রতি প্রহরে
কোথায় গেলে এই বেলায়
নীড় খুঁজে গাঙচিল বেলা শেষে
সমুদ্রের নীল টেঁউ আঁচড়ে পরে তীরে,
শুধু তুমি নেই - চারুলতা।
বেলা শেষ হলো শুধু তুমি নেই
পড়ন্ত বিকেলে খুঁজি নিরব চোখে
দেখি নাই মাঠ- দিগন্তের শেষে
শালিক করেছে খেলা মাঠে,
কোথায় হারালে- চারুলতা।
হিজল তলায় জমেছে শালিকের মেলা
বউ কথা কও করছে খেলা বকুল তলায়
তোমার মতন কেউ আছে দাঁড়িয়ে
দেখতে পাই মধ্যদুপুরের আলো ছায়ায়,
সেখানেও নেই তুমি- চারলতা।
কত যে আসবে সন্ধ্যা পশ্চিম দিগন্ত ছূঁয়ে
ঘুমিয়ে যাবে সব প্রেমুকের দল
রঙিণ স্বপ্ন বুণে রাতের প্রহর
ঝিলমিল তারার সাথে অপলক নয়নে,
তোমার দেখা নেই- চারুলতা।
তোমাকেই দেখি সন্ধ্যা তারায়
রাতের মধ্য তারায় ঝলমল রুপে,
তুমিই নিশুথির- চারুলতা।