তখন দুজন একটি স্কুলে
দেখা হতো কত রকম ছলে
অনুভবে প্রথম ভালোবাসা


তখন বাতাসেরা হৃদয় জুড়ে
বাজাতো বাঁশি শরীর ছিদ্র করে
মনে গোপনে ইচ্ছে যত আশা।


অঙ্ক খাতার পাতায় পাতায়
পাথর খোদাই একা নিরালায়
নাম দুটো আজও অক্ষত।


হাজার ভীড়েও লাগতো একা
যেদিন না পেতাম তোমার দেখা
তুমি ছাড়া বন্ধু বিরক্ত।


ভালোবেসে না বলতে পারা
অবস্থাটা ঠিক গো-বেচারা
কুরে কুরে খায় শরীর এবং মন।


ক্লাস শেষে বাড়ি ফেরার পথে
পেছন ফিরে যদি তাকাতে
দেখতে অদূরে দাঁড়িয়ে একজন।


এভাবেই স্কুল গন্ডি পার
পৃথক কলেজ তোমার আমার
নদী বুকে জমতে থাকে ক্ষত


এখন বারো বছর পরে
থাকো তুমি অনেক দুরে
অন্য ঘর করে আলোকিত।


ব্যস্ত আমিও নিজ সংসারে
মাঝে মাঝে তবু আজো মনে পড়ে
মুচকি হাসায় পুরাতন স্মৃতিগুলো


না হওয়া প্রেম মিষ্টি বেশি
দিনগুলোকে আজো ভালোবাসি
গোপনে সরাই সঞ্চয় যত ধুলো