অলিক মূর্তে ফুটিয়াছে পদ্মকর,
আঁখিঠারে মত্ত হইয়াছে প্রভাকর।
অতএব অন্তরীক্ষে আসিয়াছে মেঘডম্বর,
আর বজ্রপাণিতে ভূপাতিত হইয়াছে অমত্সর।
(তব স্বরনে হনতে বিঁধিয়াছে শূল,
লভিনু তমঃ নিঃসঙ্গ আমায় ব্যাকুল।)