ওই দূর আকাশের একটা পাখি-
যদি আমারে কইতো,
এই আসমান আর জমিনের ফারাক কতখানি!
তাইলে হয়তো আমি,
তোমার আর আমার মাঝের দূরত্ব মাপতে পারতাম।
জানতে পারতাম,
একটা বোকা পানকৌড়ি পাখি হইয়া আমার-
সন্ধ্যা নদীর বুকে উইড়া বেড়ানোর কারন।
মাঠের এইপার থেইকা ঐপারে দৌড়ায়া
যে বিষণ্ণতা আমি কুড়ায়া পাইসিলাম,
তা হয়ত বেইচা দিবার পারতাম।
আমারে দূর আকাশের পাখি যে আর
সাড়া দিলো না,
কেউ জানলো না কোন বর্ষায়
আমার উপরে ভাইঙ্গা পড়লো আসমান!