একদা নিশিতে গিয়েছিলাম বিরলে
ভ্রান্তি তে পরিয়াছিলাম মোর স্বপনে-
সেই ভবের নদীর রন্ধ্র ছায়াতলে,
অনিত্য জীবাত্মার সুমধুর ভবনে।
তখন মহীয়ান কুলপতির তলে
দেখিয়াছি অচেনা মহীর পাক বনে-
পড়িয়া আছে এক ভুখারি পীত দিনে,
অপেক্ষিত উজানের ফুকারি কল্লোলে।
ভাবিলাম, "কেন ভবের এ মহিমায়
কুলপতির তলে থাকিবে এ ভুখারি-
ভব কি বিভোল তাহলে এ করুণায়!
নাহলে, কোথায় তাগদ পায় শিকারি?"
ভবের কোলে খাস্তা মানব মহীয়ান,
আর ভুখারি গাহে খাস্তার গুণগান।