যেথায় সাগরের বিস্তির্ন জলরাশি ও ঢেউ দেখা যায়।
কতই না নয়নাভিরাম দৃশ্য দেখে সুন্দর অনুভূতি হয়।
সাগরের ঢেউ বালুময় সৈকতে আঁচড়ে পড়ে বারে বারে।
দর্শনার্থীরা ঢেউয়ের সাথে নিজেদের আগলে ধরতে পারে।
ঢেউয়ের দৃশ্য  প্রকৃতির এক অপরূপ শুভ্র সুন্দর।
ঢেউয়ের শব্দ যেন প্রকৃতির সুন্দরতম সুর।
যেথায় দর্শনার্থীরা প্রাকৃতিক ফ্রেশ  অক্সিজেন গ্রহণ করে।
আমরা গিয়েছিলাম সেথায়, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে।


যেথায় ছোট বড় অসংখ্য পাহাড়ের পর্বতমালা রয়েছে।
পাহাড়ের গায়ে আঁকা বাঁকা উঁচু নিচু পথ মাইলের পর মাইল নির্মিত হয়েছে।
যেথায় উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় সাদা মেঘের ভেলা কখনো কখনো ভাসে।
পাহাড়ের গায়ে মাঝে মাঝে পাহাড়ী ফল গাছ চোখে পড়ে।
পাহাড়ের কোলে উপজাতি সম্প্রদায় বাস করে সুখে ও দুঃখে।
আমরা ভ্রমনে গিয়েছিলাম সেথায়, প্রকৃতির বৈচিত্র্যময় স্হান বান্দরবানে।