কতদিন তোমার হাতে হাত রাখিনি
উষ্ণতায় ছুঁয়ে যায়নি আঙুল
অথচ কত ছুতোয় ছুঁয়ে দিতাম
তোমার রাঙা নাজুক শরীর
জ্বর এলো বলে ছুঁয়ে দিতাম কপোল!


কতদিন তোমার ওষ্ঠ ছোঁয়নি
আমার তৃষাতুর ভীরু অধর
নানান ছলে পেতে চাইতাম
তোমার আলতো আদর


তুমি নেই বলে আজ
কাউকে জড়িয়ে উষ্ণ হয়নি
আমার বুকের পশম।
অসাবধানতায় খুলে যায়নি
আমার ঘামে ভেজা শার্টের
গোটা কয়েক বোতাম।


তুমি চলে গেছ আজ ক'বছর
অথচ আমার বুকের কারাগার
আজও খুঁজে বেড়ায় কয়েদী
তোমাকে মুক্তি দিতে পারেনি মন।


আচ্ছা এখনও কি কেউ
তোমার অধর ছুঁয়ে দিলে
মনে পড়ে আমায়?


নাকি দুঃস্বপ্নের মতো
ভুলে গেছ সময়?