ভালোবাসি প্রিয় বর্ষা আগমনের মাঝিকে,
খোলা জানালায় দাড়ানো মুক্তকেশি নারীকে;
আর রমণীর হাতের শীতল ছিন্ন বারিকে।


ভালোবাসি পুকুর ঘাটের বৃষ্টিস্নাত নয়ন-তারা,
তার সাখে নুয়ে থাকা পানির বিন্দু কণা;
আর নির্মল ঢেউয়ে সজ্জিত বৃষ্টি-ফোঁটা ।


ভালোবাসি তজবির দানার মতো ঝুলে থাকা;
হিজল ফুলের মুগ্ধ গোলাপী হাসি,
আর সুভাস ডাকা পুস্পরাশি।


ভালোবাসি দ্বার বেয়ে চলা ছাতার নিচের মাঝিকে,
ছইয়ের নিচে বসে থাকা রসিক সখা-সখিকে;
আর তরীর দু-পাশের বিভক্ত জল-রাশিকে।


ভালোবাসি প্রিয়সীর হাতের প্রথম কদম ফুল,
কেশ কপোল বেয়ে নামা বর্ষনের মূল,
আর বশ করে দেওয়া তরুণীর চোখের ছল।


ভালোবাসি টিনের চালের নিরবিচ্ছিন্ন ঝুম,
প্রেয়সীর চোখে তাকিয়ে দেখা আসন্ন কোন ভ্রুম;
আর হাতে হাত রেখে ডেকে আনা প্রশান্তির কোন ঘুম।