দুটি পথের পেট চিরে সুদর্শন এক পুল,
তল্লাটের কাক-পক্ষীও যাকে চিনতে করেনা ভুল।
নিষ্প্রাণ জল নদীর বুকে দাড়িয়ে সুপ্রাচীন,
হাজারো প্রাণের পদচারণায় ধ্বনিত সর্বক্ষণ।


নিত্য দিনের বৈশাখ আসে ব্রিজের দু-ধারে,
মাঝ পথ বেয়ে পথিকেরা যতো যার যার ঘরে ফেরে।
কতো পদের মানুষ মেলে হেথায় বসিলে,
সাদা-কালো মোটা-লম্বা বাহারি ছেলে-মেয়ে।


পুলের পরে পলক তুলে দেখিলাম একটা মেয়ে,
মাথা নিচু করে বিব্রত স্বরে এগিয়ে যাচ্ছে তীরে।
আরেক পলকে উদয় হলো তিনটা প্রবীণ বুড়ো,
দ্বীন দুনিয়ার কথায় তারা কাপিয়ে দিচ্ছে পুলও।
পথের ধারে ফুটেছে কতো রঙ বেরঙের ফুল,
অনেকেই আবার সেই সৌন্দর্য,হরণ করিতে আকুল।
এভাবেই চলে নিত্য পথিক হাজারো বাসনা বুকে,
কেউ দেখে না মনের গভীর,কি সজোরে যাচ্ছে বয়ে।


বিকেল নামতেই সূর্য যেমন ঢলে পরে পারে,
বড়পুল খ্যাত ব্রিজ খানা;
তেমনি কালের সাক্ষী হয়ে রবে।
ঐতিহাসিক আমলে গড়া শৈল্পিক নিদর্শন,
শ্রী পিপাসু রসিক প্রেমিক কে করিবে আকর্ষণ।


30 অক্টোবর,2021
সময়:5.00 বিকেল
ইলিয়ট ব্রিজ,সিরাজগঞ্জ