শূন্য থেকে শুরু মোদের সমাপ্ত সর্বোচ্চে,
দিবা-নিশি কাটছি সুতা যেতে গন্তব্যে!
গতর মোদের যাচ্ছে ক্ষয়ে
পাচ্ছি না তো দিশা,
একদিন মোদের আসবে ছেয়ে
শেষ অমানিশা।


পূর্ন করো বস্তা তোমার পুণ্যে পুণ্যে গেঁথে,
মানবতা সেথায় যেন দাঁড়ায় উচ্চ শীরে।
অর্ঘায়ীবে মালাইকা স্তুতি পাঠে তব,
কূল অবাকীয়া দেখিবে চেয়ে
বিজলীর দ্রুতি যেমন চমকায়ে ওঠে।


হয়না কুলোষিত ভবে
অনাচারের জবাব দিতেই হবে।
আদ্যন্ত চলছে পরখ তব,
বাদ যাচ্ছেনা ঝলক সম।
অপকর্ম যদি হয়ে যায় ভারী,
পাবেনা তো খুঁজে স্বার্থকতার তরী।
জগৎ বাঁচিবে হাফ ছাড়িয়া,
মিছিলে বিলাবে রসগোল্লা।