অনেক অনেক কামনার সঙ্গমে
যে ডিমটা ভূমিষ্ঠ হোলো
অনেক স্নেহের ওমে যে ফুটে উঠেছিলো
বুকেতে অনেক স্বপ্ন নিয়ে.....
এক আকাশ উচ্চতা বুকে ভরে নিয়ে
স্বপ্নের উড়ানে প্রথম পাড়ি দিলো


কি আনন্দ মনে! কি উচ্ছ্বাস প্রাণে!
চাঁদ তারাদের দেশে উঠে যেতে চায়
অভিজ্ঞতা নাই
তার... কোনো প্রার্থনার তপস‍্যা ও নাই


হঠাৎ উঠলো ঝড় মেঘেদের বুকে
ভারি মেঘ জল ঝেড়ে ফেলে
সেই ঝড় সেই জল লাগে তার গায়ে মুখে
মেলে দেওয়া ডানাদুটো জল হাওয়া মেখে
নিস্তেজ অসহায় সেই পাখি.....
আমি দেখি... আঁকাবাঁকা পথে নেমে যায়


চোখদুটো বুজে যায় তার.....
ঝাপসা দৃষ্টিতে আকাশ আঁধার...
দৃষ্টি তার বুকের গভীরে.....
যন্ত্রণার অন্ধকার মনের গভীরে...
জিজ্ঞাসার আর্তনাদে জ্বলে ওঠে আলো
প্রার্থনার আকুতিতে ফুটে ওঠে আলো
বরাভয়ের সেই আলো.....
একটা আধার মেলে দিলো.....
তার চোখের চারপাশে.....
তার মুখের চারপাশে.....
তার বুকের চারপাশে.....


ঝড়ের ঝাপটা.....
জলের আর্দ্রতা.....
কোনো কিছু টের নেই তার...


অনেক ঝড়ের আঘাতে ক্লান্ত ডানা
নীড়ের নিভৃতে সুখে আঁকে আলপনা


____________________________________________________