বসেছিলাম নিজ ভূমে নিজ গৃহে ;
একটা সুর বের করে নিয়ে এলো
গানের অপূর্ব এক মুখড়ার স্রোতে ...!


মুখড়া পার হয়ে সঞ্চারীতে এসে
পথ হারালাম অদৃশ্য কোন যানজটে !
গলি থেকে গলি ... কখনো কানাগলি ;
কখনো আবার রাজপথ ; তবু যানজট ।
থমকে দাঁড়ালাম এসে ... ফুটপাতে ...
সঞ্চারী কখন হারিয়ে গেল ...  শেষে !
কাব্যটা মনে আছে শুধু ছেঁড়া ছেঁড়া ;
কোথায় যেতে হবে যেন ...!
বেরিয়ে এসেছি কোথা থেকে ...!
সঞ্চারী সুর গেছে ছিঁড়ে .....
বিস্মৃত মুখড়াও এলোমেলো পথে ...।


শুধু এক কবিতা ভেসে আসে .....
অন্তহীন কবিতার রেশ .....
কখনো ক্লান্তি আনে কখনো আবেশ ;
আকাশেতে উড়ে গেল একঝাঁক পাখি ;
উদ্দেশ্যটা কি .....!


হঠাৎ একটা আলো পথ দেখালো ...


গোলোকধাঁধায় পড়া আমি
আগে খুঁজি আমার উদ্দেশ ;
যেমন শীতের পাখি ঋতু শেষে
উদ্দেশ শেষ হয়ে গেলে .....
পরিযায়ী ফিরে যায় যেথা থেকে আসে :
অন্তরায় এসে ... শেষ হলে গানের উদ্দেশ
পরিযায়ী পাখিদের সোজা পথ ধরে ...
মন চলো নিজ নিকেতনে ফিরে .....।।
---------------------------------------------------------