কালকের রাত এক কালরাত্রি ছিল !
কি একটা অজানা আশঙ্কা .....
কি একটা আতর মাখা ভয় .....
অথবা রোদ মাখা কালো .....
অসম্ভব বিষন্নতা ভর করেছিল !


ঘুম এলো রাতের কালোর গভীরে ...
ছেঁড়া ছেঁড়া অতৃপ্ত ঘুম .....
অথচ মনের মাঝে নিঝুম
নির্ভার ... ছিল সেই ঘুম !
অনেকটা অনুমেয় মৃত্যুর মতন :


কাল কোনো মশারির বিরুদ্ধতা ছিলনা ;
হয়তোবা তাই ... আমার হৃদয় ...
রাতের জানালা দিয়ে খোলা
বাতাসের সাথে সাথে মাখা
একটা সৃষ্টির বীজ ছুঁয়ে দিলো ।


আমার হৃদয়ে, মনে ...আমির গভীরে
সেই ভাবনার বীজ কি একটা আবেশ
এনে দিলো ...মশাদের কামড়ের সাথে
মেখে থাকা কোনো এক বিপন্ন বিষ্ময় ...
আঁধার মাখা ভোরের আলোর ভিতর ...!!
কবির হৃদয় যেন মাতৃ জঠর...!!!
......................................................
......................................................