( চতুর্দশপদী কবিতা )
তোমার হাতটি ধরে  হাঁটছি যে পথ
সে পথ রয়েছে ঢাকা  অনেক কাঁকরে ;
তৃণভূমি ! তাও আছে। করেছি শপথ ,
ছাড়বোনা হাত এই ,  বিদ্বিষ্ট প্রহরে  !
নির্জন সাক্ষর আঁকা  যত বুনো পাতা ,
চাপ চাপ অন্ধকারে  আরক্ত গোলাপ
কালো কালো কাঁটা তার   আঁকুক বারতা
বেদনার ক্ষত চিহ্নে।  রুধির প্রলাপ
বকে বকে হেঁটে যাব  অনন্ত আঁধারে ;
হয়তো ভেসেই যাব  বেনোজলে বয়ে ;
তবু ছাড়বনা হাত  অকূল পাথারে ।
উঠবেই দিবাকর  পরিত্রাতা হয়ে ,
তিমিরের ব্রত কথা ছিন্নভিন্ন করে
দেখব তোমার রূপ  গোলাপে কাঁকরে ।।