আমি গাইতে গেলে হতো না তো গাওয়া কোন গান;
আমার কণ্ঠ যেত ধরে, শুধু গাইত আকুল প্রাণ,
                           কণ্ঠে থেমে যেত গান,
                           আসর হত অবসান।


যখন আঁকতে যেতাম ছবি, তুলি উঠত কেঁপে কেঁপে;
শুধু আসত শত রঙ্গিন ছবি সারা হৃদয় ব্যাপে,
                            হাতে উঠত তুলি কেঁপে,
                            চোখে কান্না আসত ঝেঁপে।


যখন একটি কথা পদ্যে আমি লিখতে যেতাম, হায়,
সকল ছন্দ যেত হারিয়ে কোথা মনের আঙিনায়,
                            ছন্দ আর কি পাওয়া যায়?
                            কথা হারাত কুহেলিকায়।


যখন তোমায় আমি দিলাম আমার কণ্ঠ, ছন্দ, তুলি,
তখন সঙ্গীত রাগে, ছন্দের সাজে চিত্র উঠিল জ্বলি’,
                             জড়তা কোথায় গেল চলি’,
                             আমি আমায় গেলাম ভুলি’।