এসে গেছে অনিক ঘোঁষ,
প্রভাত ফেরির  প্রিয় পৌষ।


কনে কনে কান ,শুনবে গান ,
ভাবনা কিসের , কিসের পিছুটান ?
সামনে খোলা সংবিধান ।
সাংবিধানিক শান্তি দান ।
শান্তি সুরে অনিক ঘোঁষ,
প্রভাত ফেরির ফিরছে পৌষ।।


কাল কি হবে ভাবছে প্রাণ,
কালের ভাবনা ক্লান্ত টান,
ক্লান্ত কবি লিখছে গান ।
ক্লান্ত সময় সমাধান।
কলম কালির কি ছিল দোষ?
কলম হাতে অনিক ঘোঁষ।।


ফুলের মত ভুলের গান,
ভুলের সাথে অভিমান,
কলম ফেলে ,গিটার তুলে ,
তালে তালে তালেবান।
ফিরবে কবে প্রিয় পৌষ?
গিটার হাতে অনিক ঘোঁষ।।


প্রিয় পৌষ লিখছে বই।
তোমার আমার , আমার তোমার,
তুমির গল্পে আমি কই ?
পথের বাঁকে পথ ফুরাবে ,
পথের ডাঁকে ডাকছে সই।


মাঘের শেষে অনিক ঘোঁষ
গিটার গিঁটে গাইছে পৌষ।
আফসোস।।