প্রতিনিয়ত মানুষ হওয়ার চেষ্টায়
আঁটকে আছে পৃথিবী।
সুবাতাস চাওয়া প্রতিটা মন ,
হতাশার বাতাসে হাসফাঁশ করছে।
মনের ক্যাপাসিটর বদলিয়েও লাভ হচ্ছে না।
সফটওয়্যার জনিত সমস্যায়
হার্ডওয়্যার বদলিয়ে লাভ হয় কি?


মনের সফটওয়ার কোথায় থাকে তাও জানিনা।
প্রভুর ডাকে সাড়া দিয়ে ,
লাভ লোকসানের হিসাব কষতেই দিন চলে যায় । রাত আসে একরাশ আফসোস নিয়ে ।
কাল কি হবে জানিনা।


সময় ছক্কা মাড়ে , মুচকি হাসে । হয়তো বলে ,
মানুষ তোমরা কত অসহায়।
তোমরা বার বার ভুলে যাও সেকেন্ডের কাঁটা যতই বড় হোক ,
সময়ের হিসাবে সে সবসময় ছোটই।
প্রভুর রাজ্যে নিজেকে বড় করতে গিয়ে ন্যানোমিটারে আঁটকে আছো।
প্রভুর বান্দা পরিচয়ে তোমাদের কত আলসেমি । মানুষ হতে হতে বড় মানুষ হতে চাও আরও।
আহ যদি জানতে মানুষ কাকে বলে ?


তারপর কি বলব ,
আমার মনের সফটওয়্যারেও কিছু সমস্যা অনুভব করছি । 
আমার মনের সফটওয়্যার কোথায় আছে খুঁজছি ।


বড় আফসোস লাগে
আমরা কত কিছু জানি , শুধু নিজেকেই জানিনা।
এখন বড় করে একটা বিজ্ঞাপন দিতে হবে ।
আমি আমাকে খুঁজছি , আমি আমাকে খুঁজছি ।