আমি কালো, আমি সুনীল, আমি সবুজ,
আমি অন্ধকার।


আমি শিশুর প্রথম চিৎকার।


এসে গেছি, ।
ঘুন সমাজের, ভুল গুলি তার,
শিখে গেছি।


কালো কিশোরীর উন্মাদনা,
থেমে থাকে না,
সব হারিয়ে আমার চলাও
থামবে না।


আমি চৈত্রের চৈতালী,
আমি হব সেই কালী,
দুষ্টের দমন, শিষ্ঠের শাসন,
আরও হবে কত আয়োজন।


জানি ,পাশে কেউ থাকবে না,
কান মুলুনিও হবে না,
আমি বাঁচবো,
আমার আছে চিৎকার,
আমি অন্ধকার।