এই যে আগামী,
ভাবছ , বোকা আমি?
শুধু শেষ বিকেলে সকাল খুঁজি,
সাথে আছে আলসেমি।।


স্বপ্ন আছে উদ্যম
কস্ট আছে মৌসুমি,
বিনদাস্ ভাল আছি ,
আমাকেই আমি ভালবাসি।


যদি কে চেন কি ,
বর্ষায় ভেজা স্মৃতি,
শুধু আশাকে ডাকি,
স্বাধীনতা কূটনীতি।
কথায় চিরে ভীজে,
কলা গাছে কালো হাতি,
আমরাই সেই জাতি,
আমাদের আছে আলসেমি।।


তবুও বলি ,
দিয়াসলাই লাল বারুদ একটা কাঠি
ভিজে গেলেও জ্বলে উঠি।
আমরা বখাটে বাঙালী।।


০৩/০৮/২০১৯