আমি তোমাদের পরিচিত কেউ নই।
আমি তোমাদের  অপরিচিতও কেউ নই।
আমি পরিচিত অপরিচিতর মাঝখানে
আঁটকে পরা একটা পুরানো বই।


প্রয়োজন পরলেই নথি ঘেঁটে বের হয়ে আসি।
ব্যস্ত নগরীর ভিড় বাড়াতে আমি একজন ,
শান্ত হয়ে বসে থাকি।


আমার জন্য আফসোস হাত বাড়িয়ে দেয় ,
আমার জন্য আপোষ এগিয়ে আসে ,
আমার জন্য নিঝুম নিরবতা পথ চেয়ে বসে থাকে ।
আমাকে ভালবাসা যায় না।
আমার হাত ধরা যায় না ।
বলা যায় না আমি আছি তোমার পাশে পাশাপাশি।


কাল হয়তো অনেক কিছু বদলে যাবে ।
দিন বদলের চেষ্টায় নাভিশ্বাস হারাবে বিশ্বাস,
আমরা কেউ কারো নই।
তখন দয়া করে এসো ।
আমি পরিচিত কেউ না হলেও ,
অপরিচিত কেউ না ।
আমি মানুষ হতে চেষ্টা করি ,
অমানুষ হতে চাই না।


প্রভুর রাজ্যে আমরা ছোট্ট বালুকণা।


#বালুকণা
#কলমে-আমি।