বাংলা প্রবাদে, অবাদ শব্দ,
লুকনো কথার অবাক বাদ্য,
ফেরানো হয়নি, বেকার মধ্য,
আবার, সেবার ,বাংলার "যথাসাধ্য" ।


ওদের ,এদের ,যাদের বলি,
আমজনতা যদি জানতো,
ভাবের ঘরে এতো অভাব,
আবেগ ,কিনতে বাধ্য,।


লুকিয়ে প্রেমের গল্প আছে,
লাভের খাতা খুলব,
ক্ষতিসাধাণ শোনা কথা,
আমি শুধু ভালবাসি বলব, ।
...........................
সময়ের স্বপ্ন দেখা,
মাতাল যদি জানতো,
আদর ঘরের দুষ্টুমিটা, বলতো,
আমি অবাধ্য     ।


জীবন গল্প শুনতে হবে,
জীবন আসবে কালকে,
বাস্তবতা কখনো লেখা হয় না
বাস্তবতা যদি জানতে........ ।


লক্ষ্য গুলোর ছুটে চলা অনবদ্য,
সান্তনার বাণী, বাংলা প্রবাদ, গদ্য‌।।


23/07/2018