বেঁচে থাকার ইচ্ছে,
প্রতিযোগী নিচ্ছে,
সত্য সন্ধানী কে আছে, !


আজগুবী নীতিকথা, সময়ের মাথাব্যথা  ,
সময়ের জিজ্ঞেস, সময় কি ভাবছে?
বিজয়ের উল্লাসে ,বিজিত বসবাসে  ,
ভাবনারা পরাজিত হচ্ছে।


তাই বেঁচে থাকার ইচ্ছে,
প্রতিযোগী নিচ্ছে,
আবেদনে কেউ নেই,
শুধুই নিবেদন আসছে।


ভয়ভীতি, কূটনীতি , বিশ্বাসী শান্তি,
অবেলার অবহেলা, নিঃশ্বাসী ক্লান্তি ,
আফসোসে ফোঁস ফোঁস, মিনতি ,
একটুতো হবেই ভুলভ্রান্তি।


তাই বেঁচে থাকার ইচ্ছে,
প্রতিযোগী নিচ্ছে,
সময় সংকুলান,
সময় শান্তি দান,
সময়তো ফুরিয়ে যাচ্ছে।


একদিনের অপেক্ষা, বিপাকে প্রতিক্ষা,
আর কত অজুহাত, অজু  হাতে দীক্ষা,
সময়তো পুরোনো হবে,
সময়তো বেঁচে যাবে,
তুই আমি প্রতিযোগীর থালা হাতে ভিক্ষা ।


এখনো দিবসে শুরু আছে , রংধনু রাঙাতে
এখনো ঘুম ভাঙে, স্বপ্ন চিলতে
এখনো ভোর হয়, সন্ধ্যের অজান্তে  ,
এখনো  প্রেম হয়, ভালবাসা জানতে,।


তবুও বেঁচে থাকার ইচ্ছে,
প্রতিযোগী নিচ্ছে,
উদ্যমী বেঁচে থাকা শিখছে।


সত্য সন্ধানী, চল  বাড়ি চল, ,,,,,,,,


কোথায় যাবো?
পরাজিত প্রতিযোগী কেউতো আসবে।