হঠাৎ করেই আজ নিজেকে বললাম,
তোর মত আর কেউ নেই।
তুই স্বতন্ত্র সৃজন।
তোর মত, তবে তুই নস,
যারা এসেছিল, আসবে, তারাও তেমন।


সারি সারি সৃজন পাতার ছড়াছড়ি ।
যেন স্বতন্ত্রের সাঁনাই কাঁনাই কড়াকড়ি ।
তোর জন্য ভেতর বাহিরে কত আয়োজন।
আদর বাঁদর ভুবন, বিছানা, বিভাজন।
তারপর হঠাৎ ইতি।
ইতিহাস টেনে খুঁজি সীমান্ত সুজন।


আচ্ছা এত এত একান্ত,
সৃজন সুজন আসে যায়।
এটা কি অবহেলার খেলা?
নাকি অবধারিত আত্মভোলা,
কোন ইচ্ছে পূরণ।
যদি তাই হতো,
তবে কেন এত নিয়ম কানুন?
ওহীর অভিবাদন।


সন্ধ্যা সুরে, বিকেল ভোরে,
রাত্রী গভীরে, দুপুর দ্বারে
কেউ কী চাইছে?
আমি খুঁজি ফিরি আমারে,
তাঁহারে?
চক্রাকার চৌবাচ্চার ত্রিভুজে,
গম্বুজ সেজে, আমি কিম্ভূত কিমাকার ।
কোথায় কোন কিনারায়,
খুঁজব তাঁরে?


যার হাতেই সব স্বতন্ত্র, সম্বোধন।
আমি, তুমি, তোমরা, শুধুই সৃজন।
ইচ্ছের ভাঙা ত্বরী,
বাহ, বাহাদুরীর বাঁদর নাচন,
রক্তে রক্তাক্ত, বিরক্ত বহুবচন।