তোর জন্য লিখতে বসে ,
কথা খুঁজি খুব সাহসে ,
কথার জন্ম দিনটা কেন আসে?
বর্ষ হারায়।


বৃষ্টি ভেজা মলিন ছাদে ,
পেছন ফিরে পিছুটানে ,
পিছু পিছু চিল চেহারায়
আমি যাচ্ছি কোথায়?


জানি মনের গোপন কষ্ট আছে,
কষ্ট কিরণ নষ্ট সাজে,
বোজা না বোজার মাঝে,
অবুজ ভাষায়।


বলিস্ নি কখনো কেঁদে ,
শুনতে গিয়ে ফিরে এসে,
নিকোটিন ভালবেসে,
সংগোপনে স্বপ্ন সাজাই।


বলনা একটিবার ,
আমি আসব ফিরে আবার,
যেমন জন্মদিন আসে যায় ,
বর্ষ হারায়।