গল্পে গল্পে অনেক বেলা গড়িয়েছে ,
মানবতা হারিয়েছে তার পরিচয়।
সহজ সরল ছেলেটা এখন খুব হিসেব করে ,
বুদ্ধি খাটিয়ে পা মেপে চলে ।
বেলা শেষে প্রাপ্তির হিসাব গড়িয়ে ,
দুহাত মুঠ করে বলে ,আর কতটুকু পেরুলে ,
গল্পটা শেষ হবি ।


আদর আপ্যায়ন আয়োজন মিটিয়ে ,
যখন তখন আকাশের দিকে তাকিয়ে ,
একা একা কেঁদে ওঠে ,বুক ভরা দীর্ঘশ্বাস ।
কেউ কি এগিয়ে আসবে ?
পা দুটো বড্ড ভারী হয়ে আসছে ।


একান্ত মনের ইচ্ছেগুলো ,
একা একাই হাসছে ।
যেমন রাস্তার মোড়ের মুচি টা হাসে ,
ছেঁড়া জুতোর যত্ন দেখে।
গল্পের মাঝখানে বসে আরও দেখে
ময়লা ছেঁড়া টাকার এপিঠ ওপিঠ ।
যদি ছেঁড়া টাকা সেলাই করা যেত
কতই না ভাল হতো।
মুচি টা যদি জানতো ।
ছেঁড়া টাকার ইতিহাস শুধু সেই ছেলেটাই জানে ।
আমরা তো শুধু গল্প বলি মাত্র।
গল্প শেষে আশা করি
হাত তালি আর হাত তালি দে তালি।


আচ্ছা লোডশেডিং এর বেড়া জালে ,
যদি গল্পটা শেষ না হয়,
বলি রেশ টেনে বলি  অবশেষ ,
এটাই আমাদের বাংলাদেশ।
তারপর আরকি ,
ছেলেটা গল্প বলছে আর বলছে, আমি শুনছি।
গল্প শোনা এ আর এমনকি ।
কে জানে আর কতটুকু আছে বাকী।


আচ্ছা ছেঁড়া টাকার গল্প গুলো কি এমনি ?