কেউ যদি এখন বলে ,
কেমন আছো ?
বলব চোখ উঠছে ,
এছাড়া ভালোইতো।
হঠাৎ চোখ উঠলো ?
শৈশবের ইচ্ছা অনিচ্ছা সামনে এসে দাঁড়ালো।


মন মাধুরী মিশিয়ে দুচোখ ভরে দেখেছি ।
কষ্ট সুখ আনন্দ ঘিরে বলেছি, ভালবাসি।
পরকীয়ার পরবাসী সর্বনাশে আমি অপরাধী।
পরকী দোষে হয়তো তাই ,
চোখ উঠছে ।


দুরে বহুদুরে ,
আফসোস দীর্ঘশ্বাস বাসা বুনছে।
আযানের ধ্বনি কানে বাজছে ,
পরকী দোষ  ভাবছে ,
আর কতটুকু এগুলে ,
কাঁটাতার  আরেকটু কাঁটা যাবে।
কতটুকু থমকে দাড়ালে,
অবিশ্বাস আঁকড়ে ধরবে।
কতটুকু পেছালে ,
সব ভুলে, ভাল থাকা যাবে।
সব কী আসলেই ভোলা যায়?
ভুলে যাওয়ার ইচ্ছেতেই,
হয়তো ,চোখ উঠছে।


সকাল থেকেই দেখছি ,
ঝির ঝির কান্না ভেজা বৃষ্টি,
আর পেছন ফিরে তাকানো ,
মিষ্টি কথার দৃষ্টি।
একরাশ দুঃখ ভুলে,
এক মুঠো স্বপ্নের সমষ্টি।
তারপর, প্রভু যা চায় তাই হয়।
এ সব কিছুই যে,
প্রভুর সৃষ্টি।


আর তাই,
রাত্রি জাগা ক্লান্তি ঢাকতে,
আমার চোখ উঠছে।
ইচ্ছে আমার ,
প্রভুও তাই চাইছে ।
চোখ উঠছে।