বুড়িটা ভাবছে ভীরে,
ভীরু টা ভীর কিনারে,
কিছুটা কাঁপছে ধীরে,
কাঁপা ভীর ভবঘুরে ।


বুড়িটা মুখ লুকালো,
লুকানো লাগছে ভালো,
ভাঁপা ভীর ভোরের আলো,
আলো আঁচ আঁচল কালো।
কাকাতুড় সুর বেসুর , আমি এখানে  ।
বুড়িটা ভাবছে কী রে ?


দাগ দুপুর ,পায়ে নুপুর ,খোঁজে পুকুর,
সেই পুকুর পাড়ে , বুড়িটা বা'হাত নাড়ে ।


নাতো না , কল্পনা । অল্প ভুল ,জল্পনা।
স্বপ্ন সুখ , স্বান্তনা ।
স্বান্তনা, না না যাচ্ছি না ।
নাক গলিয়েও থাকছি না।
বুড়িটা কি ঠায় দাড়িয়ে , দাগ দুপুরে?