ইচ্ছে বড় ভয়,
এই ইচ্ছেটাইতো হয়,
সেদিনের ইচ্ছেতেই প্রেম,
এদিনের ইচ্ছেটাই শ্যাম,
অবাক কান্না,
আজ ইচ্ছেটা কোথায়?


ঘুমিয়ে দিন রজনী,
সেই প্রেম ছিচকাঁদুনী,
শ্যামেতে স্বাধীনতা , গাইনী,
শ্যামতো স্বাধীন হতে চায় নি।


আজতো দিন চলে যায়,
দিনেতেই অবাক বোঝায়,
গোধুলী বাবা ক্লান্তি, কোথায়,
ঈশান কোনে লাল আকাশী শান্তি।


চলেই যাব , ইচ্ছে ঘুরে,
লাটাই সুতোর ইচ্ছে ভুলে,
যাব কোথা,
যদি ইচ্ছে জানতি.............



#১৩ই জৈষ্ঠ্য ১৪২৫