এত শত ইচ্ছের ভীরে
ইচ্ছে কোথা থাকে  ,
স্বপ্ন দেখার বেকার বুকে,
স্বপ্ন বোনা আনাগোনা ,
স্বপ্ন খোঁজে যাকে।


অবাক নতুন দিবস ,
হারানোর ভীরে কত আপোষ ,  ।
নীরব ভোরে, জমানো আদরে  ,
বিবেক খোঁজে কাকে।


বন্ধু ফিরে তাকাস না,
কুৎসিত আবরণে ফেরা যাবে না।


নির্বাচনী সাহেব বিবি,
টেক্কা মুচকি হাসে  ,
ইচ্ছে ভীরে স্বপ্ন গেছে,
স্বাধীনতার খোঁজে,  ।


বেঁচে আছি চাকার মত
চলছি সময় জ্বেলে ,
ছেঁড়া পাতায় রোদের আদর,
শুকবে নীলে --তীলে  ।।।