সব ঘটনাই রটনা,
ঘটবে কিছু ঘটনা,
পুতুল খেলার ইচ্ছেরা,
ইচ্ছে পূরণ, বলো না।


ভুলের মাশুল ,পুতুল গান,
শান্ত স্বভাব ,শান্ত প্রাণ।
অবাক বিবেক, ক্লান্ত আবেগ,
সময় কিন্তু সংকুলান।
ইচ্ছে স্মৃতি জানতো না,
ইচ্ছে পূরণ বলো না ।।


আবার আসুক, ভাসুক সব,
অন্ধকার, অন্ধ পথ ,
নিজের পায়ে নিজেই কুড়াল,
পুতুল খেলার ইচ্ছে জাল, ।
তখন বলব, ইচ্ছে কাঁনার, ভাবছে কাঁনা,
ইচ্ছে পূরণ বলো না।।


ফিরব যখন ফেরার পথে,
লবণাক্ত ক্লান্ত ভাব।
জোয়ার ভাটার এই নিয়মে,
বদলে যাওয়া এই স্বভাব।
সেই পুতুল খেলা ছাড়ব না,
ইচ্ছে পূরণ বলো না।।


জাতির থাকবে প্রশ্ন অনেক,
সবি শুনবো হেডফোন।
বিচার হবে ,বিচার চাই,
পুতুল খেলার শেষ দেখে নে।
আবার সেই টেপ রেকর্ডার, থামবো না,
ইচ্ছে পূরণ বলো না ‌।


শান্তি দাতা, শান্তি দান
বিধাতার এই বিধান।
জোয়ার ভাটার এই স্বভাব সান্ত্বনা
লবণাক্ত ক্লান্ত ভাব ,যন্ত্রণা।


প্রশ্নবিদ্ধ,
বিধির বিধান প্রবঞ্চনা।
নাকি এটাও ইচ্ছে পূরণ,
কাউকে বলব না ‌‌।